মেহেন্দিগঞ্জ উপজেলা টাক্সফোর্স কমিটি ও মৎস্য বিভাগ কর্তৃক ০৭ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ১০ দিনে অর্জন(১) মোবাইল কোর্ট - ৩0 টি, অভিযান ৮০ টি, জেল-১১০ জন( এক বছর করে) জরিমানা ১লক্ষ বিষ হাজারা টাকা, নিয়মিত মামলা ১২ টি, জেল ১৭ জন, মুচলেখা নিয়ে ছেড়ে দেয়া হয় ৪৩ জন কে ( বয়স কম থাকায়), জাল পোড়ানো হয় ৪ লক্ষ ৫০ হাজার মিটার, আনুমানিক মূল্র ১ কোটি ৩৫ লক্ষ টাকা। মাছ পাওয়া যায়- ৫০০ কেজি যাহা বিভিন্ন মাদ্রাসা ও গরীবদের মাঝে বিতরণ করা হয়। মোবাইল কোর্টে নের্তৃত্ব দেন জনাব মো ঃ নূরুননবী উপজেলা নির্বাহী অফিসার মেহেন্দিগঞ্জ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে আরো আছেন সহকালী কমিশনার (ভূমি)। সার্বিক দায়িত্ব পালন করেন মোঃ কামাল হোসেন উপজেলা মৎস্য অফিসার মেহেন্দিগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস